সিজদা করিবার নিয়ম । পুরুষের সিজদা করার নিয়ম। মেয়েদের সিজদা করার নিয়ম

সিজদা করিবার নিয়ম । পুরুষের সিজদা করার নিয়ম। মেয়েদের সিজদা করার নিয়ম।
সিজদা করিবার নিয়ম । পুরুষের সিজদা করার নিয়ম। মেয়েদের সিজদা করার নিয়ম।

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ, সম্মানিত মুসলমানগন মুসলমানদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হল নামাজ ের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোকন হলো সেজদা আজকের প্রতিবেদনে সেজদা সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হলো।

সিজদা করিবার নিয়ম 

সিজদা করিবার নিয়ম এই যে, মাটিতে প্রথমে দুই হাটু রাখিবে, তারপর দুই হাতের পাতা মাটিতে রাখিয়া তাহার মাঝখানে মাথা রাখিয়া নাক এবং কপাল উভয়ই মাটিতে ভালোমতো লাগাইয়া রাখিবে।

সিজদার সময় দুই হাতের আঙ্গুলগুলি মিলিত অবস্থায় কেবলার দিক করিয়া রাখিবে ও দুই পায়ের আঙ্গুলিও কেবলার দিকে  করিয়া মাটিতে লাগাইয়া রাখিবে।

পুরুষের সিজদা করার নিয়ম

সিজদার করার ক্ষেত্রে পুরুষগণ উভয় পা মিলাইয়া পায়ের আঙ্গুলে গুলি কেবলামুখী করিয়া মাটিতে রাখিবে এবং পায়ের পাতা খাড়া রাখিবে।

পুরুষগণ সেজদা করিতে দুই পা মিলিত রাখিয়া অন্যান্য সব আঙ্গুলগুলোকে পৃথক পৃথক রাখিবে মাথা হাটু হইতে যথেষ্ট দূরে রাখিবে হাতের কনুই অর্থাৎ কব্জার উপরিভাগ মাটিতে লাগাইবে না। পায়ের নলা হইতে পৃথক রাখিবে।

মেয়েদের সিজদা করার নিয়ম

সিজদা করার ক্ষেত্রে মেয়ে অথবা মহিলা পায়ের পাতা খাড়া রাখিবে না উভয় পায়ের পাতা ডানদিকে বাহির করিয়া দিয়া মাটিতে শুয়াইয়া রাখিবে এবং যথাসম্ভব পশ্চিম দিকে মুখ করিয়া রাখিবে।

স্ত্রীলোকন সর্বাঙ্গ মিলিত অবস্থায় সিজদা করিবে মাথা হাটুর নিকটবর্তী রাখিবে এবং অরু পায়ের নলার সঙ্গে ও হাতের বাজু শরীরের পাশের সঙ্গে মিলিত রাখিবে।

সেজদায় তাসবিহ এর নিয়ম

সেজদা কালীন সময়ে অন্তত তিনবার পাঁচবার কিংবা সর্বোপরি সাতবার এই দোয়া পাঠ করিবে ( সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা) যার অর্থ হচ্ছে আমার সর্বোপরি প্রভু আল্লাহ তিনি পবিত্র একথা মনেও ধারণ করিবে।


এইরূপে এক সেজদা করিয়া আল্লাহু আকবার বলিয়া মাথা উঠাইয়া ঠিক সোজা হইয়া বসিবে। সোজা হয়ে বসিবার পর দ্বিতীয়বার আল্লাহু আকবার বলিয়া পূর্বের মতো সেজদা করিবে। প্রথম সেজদার ন্যায় দ্বিতীয় সেজদায় ও অন্তত তিনবার কিংবা পাঁচবার কিংবা সাতবার সুবহানা রাব্বিয়াল আলা পাঠ করিবে।

এইরূপে সেজদা শেষ করিয়া আল্লাহু আকবার বলিয়া মাথা উঠাইয়া সোজা হইয়া দাঁড়াইবার সময় বসিবে না বা হাতের দ্বারা টেক লাগাইবে না।


নামাজের পরবর্তী এবং পূর্ববর্তী সকল মাসআলা মাসায়েল জানতে ওয়েবসাইটটিতে প্রবেশ করুন।

গুরুত্বপূর্ণ এই মাসআলাটি ফেসবুকে শেয়ার করুন।




Previous Post Next Post